গোয়ালপোখর ২ নম্বর ব্লকের সেথর শিশু শিক্ষা কেন্দ্র একটি অরাজনৈতিক সংগঠন কৈখালী শিক্ষক ঐক্য ও কল্যাণ সমিতি সাথে যুক্ত হয়ে শিক্ষক-শিক্ষিকা রা একটি সভার আয়োজন করেন। আগামী ১১ ই জানুয়ারি ওই সংগঠন এবং শিক্ষক-শিক্ষিকারা তাদের বিভিন্ন দাবি নিয়ে নবান্ন অভিযান করবেন বলে জানিয়েছেন জেলার জয়েন্ট সেক্রেটারি জিপসি দাস । ওই সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জাকির হোসেন, শিক্ষা বন্ধুর পক্ষ থেকে মলয় কুমার দাস, এছাড়াও মাদ্রাসা এস.এস.কে ,এম.এস.কে শিক্ষক শিক্ষিকারা। জেলার জয়েন্ট সেক্রেটারি জিপসি দাস কি বললেন আসুন শুনে নেওয়া যাক।

এস.এস.কে ও এম .এস .কের সুপারভাইজার জিপসি দাস মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে বললেন তিনি কুড়ি বছর থেকে এস.এস.কে তে কাজ করেন কিন্তু এতদিন ধরে তারা কোন বোনাস পাইনি এবং মাইনেও খুব কম,তারা সান্মানিক পাই, তাই তারা একটি অরাজনৈতিকসংগঠনের সাথে যুক্ত হয়ে আন্দোলন করায় গত বছর বোনাস পেয়েছিলেন। এবং মাইনে কিছুটা বৃদ্ধি হয়েছে। তাদের বক্তব্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চারিদিকে ছড়িয়ে পড়েছে সেখানে তারা পিছিয়ে রয়ে গেছে।