Skip to content
পুরুলিয়ার ১৫ তম জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের উদ্বোধন করলেন সভাধিপতি ও মহকুমা শাসক

পুরুলিয়ার ১৫ তম জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের উদ্বোধন করলেন সভাধিপতি ও মহকুমা শাসক

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on whatsapp
Share on telegram

পুরুলিয়ার ১৫ তম জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের উদ্বোধন করলেন সভাধিপতি ও মহকুমা শাসক

শান্তনু পান,পুরুলিয়া: করোনা ভাইরাসের সমস্ত বিধিনিষেধ মেনেই সোমবার দিন থেকে শুরু হলো পুরুলিয়া জেলার ১৫ তম জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব।এদিনের পড়ন্ত বিকেলে সত্যজিৎ রায়ের মঞ্চে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জলন ও ফিতা কাটার মধ্য দিয়ে পর্যটন উৎসবের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী ও রঘুনাথপুর মহকুমা শাসক দিব্যা মুরুগেশন।পুরুলিয়ার ১৫ তম জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের উদ্বোধন করলেন সভাধিপতি ও মহকুমা শাসকসভাধিপতি ও মহকুমা শাসক ছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উৎসব কমিটির সভাপতি তথা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান মদন বরাট,উৎসব কমিটির সম্পাদক মৃত্তুঞ্জয় চৌধুরী ও উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা বিষ্ণুচরন মেহেতা সহ অন্যান্যরা।