Skip to content
ছাঁটাইয়ের পর আবার নতুনভাবে চাকরির দাবিতে আন্দোলন

ছাঁটাইয়ের পর আবার নতুনভাবে চাকরির দাবিতে আন্দোলন

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on whatsapp
Share on telegram

ছাঁটাইয়ের পর আবার নতুনভাবে চাকরির দাবিতে আন্দোলন

বীরভূম:- বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক কাজে ব্যস্ত তখন অন্যদিকে ছাঁটাইয়ের পর আবার নতুনভাবে চাকরির দাবিতে আন্দোলন শুরু করলো ধান ক্রয় কর্মী। বীরভূম জেলায় 330 পদে লোক দেওয়া হয়েছিল গত লোকসভা নির্বাচনে।ছাঁটাইয়ের পর আবার নতুনভাবে চাকরির দাবিতে আন্দোলন কিন্তু হঠাৎ করে দেখা যায় লোকসভা নির্বাচনের আগেই ওই 330 জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে ।মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা যেতে গেলে স্থানীয় নেতারা তাদেরকে ঢুকতেই দেয়নি বলে অভিযোগ করেন তারা । এই খবর জানানো হয়েছিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কে ।তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর সামনে তাদেরকে নিয়ে গিয়ে ব্যবস্থা করে দেবেন। কিন্তু অভিযোগ তিনি কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। ওই ধান ক্রয় কর্মীদের স্বপক্ষে তাই তারাও চাইছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের দাবি জানাতে
।কিন্তু সেটাও তারা পাচ্ছে না যার কারণে তারা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ।তাদের মধ্যে একজন কর্মী জয়ন্তি নায়েক ময়ূরেশ্বর দু’নম্বর ব্লক থেকে তিনি এসেছিলেন। শুধু তিনি নন তার সঙ্গে ছিল অনেক জন কর্মী। ইতিমধ্যে কাজ হারিয়েছে গত লোকসভা নির্বাচনের পর।