উন্নয়ন থেকে বঞ্চিত থাকায় পুরুলিয়ায় দেওয়াল লিখন করে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
শান্তনু, পান,পুরুলিয়া: রাজ্য সরকার যখন নিজেদের ১০ বছরের কাজ কর্মের সাফল্যর রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন আর ঠিক সেই সময় পুরুলিয়ার ২ নং ব্লকের কোলবাঁধ গ্রামে বাসিন্দাদের একাংশ দিলেন দেওয়াল লিখনের মাধ্যমে ভোট বয়কটের ডাক | গ্রামবাসীদের অভিযোগ এই গ্রামের বাসিন্দারা কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া কোন প্রকল্পেরই সুযোগ সুবিধা তারা এতদিন ধরে পান নি | যার কারণেই গ্রামবাসীরা বড় দিনে একটি বৈঠক করেন এবং সিদ্ধান্ত নেন দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষ জন সরকারী কোন সুযোগ সুবিধা না পেয়ে শুধুই বঞ্চনার শিকার হয়েছেন ।আর তার কোন সদুত্তর না পাওয়া পর্যন্ত গ্রামে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে তারা গ্রামে ঢুকতে দেবেন না।