Skip to content
আদিবাসীদের বিক্ষোভ প্রদর্শন দুবরাজপুর থানায়

আদিবাসীদের বিক্ষোভ প্রদর্শন দুবরাজপুর থানায়

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on whatsapp
Share on telegram

শান্তনু পান, দুবরাজপুর, বীরভূম;-

বীরভূম জেলা আদিবাসী গাঁওতা দুবরাজপুর শাখার পক্ষ থেকে দুবরাজপুর থানা ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করা হল আজ। এদিন দুবরাজপুর ব্লকের মাজুরিয়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা হাতে তির ধনুক নিয়ে দুবরাজপুর থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন নেতৃত্ব দেন আদিবাসী গাঁওতার দুবরাজপুর ব্লক সম্পাদক সুকুমার সরেন, সভাপতি ভীম মুর্মু সহ অন্যান্যরা। সুকুমার সরেন জানান, মশক কিস্কু এবং সোনাই হাঁসদা এই দুজনকে গতকাল রাত্রে পুলিশ ধরে এনে থানাতে ভরে দেয়। মাজুরিয়া গ্রাম হয়ে কিছু গাড়ী পারপার করে এবং সেই গাড়ী গুলোতে

আদিবাসীদের বিক্ষোভ প্রদর্শন দুবরাজপুর থানায়
আদিবাসীদের বিক্ষোভ প্রদর্শন দুবরাজপুর থানায়

তাঁরা চাঁদা তুলছিল। কারন গ্রামে সিধুকানুর একটি মুর্তি বানানো হবে। অবিলম্বে তাঁদের ছাড়া না হলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। পরে আদিবাসীদের চাপে পড়ে পুলিস ঐ দুজনকে ছেড়ে দেয়। তারপর পরিস্থিতি স্বভাবিক হয়।