ভোট তো এবার হবেই রাজ্য পুলিশে ভোট হবেনা,CRP ভোট করাবে,MCC চালু হতে দেন দাঁতনের সভাতে কে মন্তব্য শুভেন্দু অধিকারীর
শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর:- এবার বিধানসভার ভোট রাজ্য পুলিশে হবেনা,ভোট করাবে CRP,MCC চালু হতে দেন, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সভা থেকে এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী,

এইদিন পদযাত্রা ও সভাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক বিজেপি জেলা নেতৃত্ব,এইদিন বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি নাম না করে তৃণমূলের এক সংসদের উপর তোপ দাগলেন তিনি,

তিনি বলেন এক তৃণমূল সাংসদ বলেছে মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতকদের জন্ম হয় সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন

এই মেদিনীপুরের মাটিতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তিনি যদি না বর্ণপরিচয় লিখতেন তাহলে হয়তো আজ উনি নিজের পরিচয় লিখতে পারতেন না।