Skip to content
তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে ঘাটালে বিজেপির পথসভা

তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে ঘাটালে বিজেপির পথসভা

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on whatsapp
Share on telegram

তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে ঘাটালে বিজেপির পথসভা

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার ঘাটাল বিশলক্ষী মন্দির প্রাঙ্গণের সামনে বিজেপির বিশাল পথসভা। একুশের নির্বাচনে তৃণমূলকে উৎখাতের ডাক দেন সায়নতন বসু।তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে ঘাটালে বিজেপির পথসভামঙ্গলবার দিন ঘাটাল সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার শক্তিকেন্দ্রে অনুষ্ঠিত হলো বিজেপির পথসভা। ঘাটাল বিশলক্ষী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া এদিনের পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যে বিজেপির সাধারন সম্পাদক সায়নতন বসু, জেলা বিজেপির সম্পাদক রাম কুমার দে এবং জেলা মহিলা মোর্চা সভানেত্রী তনুশ্রী সা৺ন্তরা সহ অন্যান্যরা। তৃণমূলের একের পর এক দুর্নীতি গ্রামবাসীদের কাছে তুলে ধরেন বিজেপির নেতৃত্ববৃন্দরা।

এদিন রাজ্যের সাধারণ সম্পাদক সায়নতন বসু বলেন, “তৃণমূলের দুর্নীতি রুখতে এবারের নির্বাচনে মানুষ যেভাবে আমাদের সাথ রয়েছে তাতে পরিবার তন্ত্র রাজনীতি ধ্বংস হবেই।”