কৃষি বিল দুই এর সমর্থনে বিজেপির পথসভা
কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক কৃষি বিল দুই ২০২১ এর সমর্থনে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিজেপির পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হলো। ঘাটাল সাংগঠনিক জেলা কিষান মোর্চার পক্ষ থেকে এদিন পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি সহ জেলার একাধিক নেতৃত্ব। জেলা কিষান মোর্চার নেত্রী ফাল্গুনী মিত্র জানান কৃষকদেরকে যেইভাবে বর্তমান রাজ্য সরকার বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে তাই একদিন তারা বুঝতে পারবেন।
আর যেই দিন বাংলার কৃষকরা জেগে উঠবেন সেই দিন মমতা ব্যানার্জি আর ছাড় পাবেন না এনআরসি হবে ১৪ তলা বিল্ডিং থেকে গঙ্গার পাড়ে। স্বরূপ সময় দাবি করেন বাংলার কৃষকরা যেইভাবে বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের প্রকল্প পশ্চিমবঙ্গ চালু করতে দেওয়া হয়নি বিজেপি সরকার গঠন করার সঙ্গে সঙ্গে আমরা তা চালু করলে কৃষকরা উপকৃত হবেন। তার জন্য তিনি এদিন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে কেন্দ্র-রাজ্য এক সরকার গড়ার আহ্বান জানান এলাকার কৃষকদের।