Skip to content

ভারতীয় বিচার বিভাগের ইতিহাসে আজ একটি দুঃখের দিন

বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত কোনও তথ্যপ্রমাণ নেই। তাই লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী-সহ সবাইকেই বেকসুর খালাস করে দিল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত।

ইতিমধ্যেই টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন আসাদুদ্দিন ওয়েসী – তিনি জানিয়েছেন ভারতীয় বিচার বিভাগের আজ একটি দুঃখের দিন । এখন, আদালত বলেছে যে এখানে কোনও ষড়যন্ত্র ছিল না।

রায়ের পরেই অভিযুক্তদের শুভেচ্ছা জানি়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা,

শুভেচ্ছা জানি়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ-ও,

বড় খবর