Skip to content

৭ মাস পর খুলে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই এর হাট

ডে বার্তা নিউজ ডেক্সঃ করোনা আতঙ্কের জেরে  বন্ধ করে দেওয়া হয়েছিল শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই এর হাট । বীরভূম জেলা প্রশাসন এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বোলপুরের বিডিও শেখর সাঁই জানিয়েছিলেন, এই হাটে  অনেক বিদেশীও আসেন। যারা বোলপুর শান্তিনিকেতন এলাকায় ঘুরতে আসেন তারাও প্রায় সকলেই ঘুরে আসেন এই সোনাঝুরি হাটে।হাটের ভিড় থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকেই । তাই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । আগে শুধুমাত্র শনিবার সোনাঝুরির হাট বসত। তবে গত কয়েক বছর ধরে শুক্রবার থেকে রবিবার, তিন দিন হাট বসে।এই হাটে বিক্রি করা হয় নানা হস্তশিল্প সামগ্রী । সঙ্গে থাকে আদিবাসী মহিলাদের নাচ গান । এ ছাড়া ও এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আছেন অনেকে । ফলে যারা শান্তিনিকেতন ঘুরতে আসেন তারাও একবার ঘুরে যান এই হাটে । । গত সপ্তাহ থেকে খুলে দেওয়া হয়েছে দীর্ঘ ৭ মাস পর এই সোনাঝুরির খোয়াই এর হাট। তবে কোরোনা সংক্রামনের স্বাস্থ্য বিধি মেনে এই হাট বসার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বড় খবর