Skip to content

শিক্ষকদের নিয়ে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস বারাসাতে

ডে বার্তা নিউজ ডেস্কঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন উপলক্ষে ৫ই সেপ্টেম্বর দেশের সমস্ত জাগায় এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়৷তাই ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হল উত্তর২৪পরগনার বারাসাতের কাজীপাড়ার জগদীঘাটা নূর বস্ত্রালয়ের দ্বিতীয়তলে,অনুষ্ঠিত হল শিক্ষক দিবস “আমরা কজন পরিবারের উদ্যোগে এবং সমাজকর্মী রিয়াজুল ইসলাম(রাজু)র”আহব্বানে এবং শিক্ষক সেখ আবুতালেব মহাশয়ের অনুপ্রেরণায়৷এদিনের শিক্ষক দিবস অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেন ইয়াকুব মেমোরিয়াল প্রাইমারী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা জে.এস,সি ক্লাবের সভাপতি এবং হজরত একদিলশাহ্ মেলা কমিটির সভাপতি শ্রী রতন কুমার দাস মহাশয়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোগেন্দ্রনাথ এফ.পি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী অমর চন্দ্র দে মহাশয়,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছোটজাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তথা বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ জনাব হজরত মাওঃ আমিনূল আম্বিয়া সাহেব,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিথীবা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আব্দুল লতীফ সাহেব,দেশ বন্ধু এফ.পি স্কুলের শিক্ষক কাজী গোলাম মোর্তাজা সাহেব,আরিজুল্লাহ পুর হাই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ সাহেব,দেশবন্ধু এফ.পি স্কুলের শিক্ষক মোশারেফ সাহেব,দত্তপুকুর ফলদী হাই স্কুলের শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী সাহেব,নদীয়া জেলার হরিণঘাটা জুনিয়ার বেসিক স্কুলের প্রাক্তন শিক্ষক সেখ আবুতালেব সাহেব,দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবারেক আলী সাহেব,নদীয়া জেলার চড়মুক্তারপুর হাই মাদ্রাসার শিক্ষক উমাইরুদ্দীন সাহেব,প্রাক্তন শিক্ষক আব্দুল কাদের সাহেব,প্রাক্তন মাদ্রাসা শিক্ষক মাওঃ জিন্নাত আলী,মাওঃ আনসার আলী,হেকিম মহঃ সেলিম,সমাজসেবী কামাল হোসেন,মনোজ আলী,রামকৃষ্ণপুর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ হাবিবুর রহমান সহ প্রমূখদের সম্মান জানানো হয়৷এদিনের শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রত্যেক বক্তা শিক্ষক দিবস অনুষ্ঠানের তার্তপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেন৷এদিনের অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম,আর্ট শিল্পী ইনতাজুল গাজী,মহঃ জলিল,পলাশ প্রমূখ৷অনুষ্ঠানটি সভাপতির বক্তব্যর মধ্য দিয়ে শুরু হয়!এদিনের অনুষ্ঠানে কবিতা আবৃতী করেন স্কুল ছাত্রী রুপরেখা নাজনীন চৌধুরী এবং আব্দুল মান্নান চৌধুরী৷এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট তরুন সমাজকর্মী রিয়াজুল ইসলাম(রাজু),অনুষ্ঠানের সভাপতি শ্রী রতন কুমার দাস মহাশয়ের সমাপ্তি ভাষনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়৷

বড় খবর