Skip to content

দার্জিলিং জেলার বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটি পক্ষথেকে চারা গাছে রাখি পরিয়ে ও বৃক্ষরোপণ করে উৎসব পালন।

স্বপন পাল,DAY বার্তা,দার্জিলিং:-
শিলিগুড়ি মহকুমার বিধান নগরে এক অভিনব কায়দায় পালিত হল রাখি বন্ধন উৎসব । প্রতিবছরের মতো এবছরও চারা গাছে রাখি পড়ালো সেইসঙ্গে করল বৃক্ষরোপণ ,আয়োজনে দার্জিলিং জেলার বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটি ।

আজ তারা বিধান নগর মুরালিগঞ্জ মহানন্দা নদীর পারে প্রায় 100 বৃক্ষরোপণ করল সেই সঙ্গে তারা আশেপাশের গাছে রাখি পরিয়ে দত্তক নিলো, বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদিকা শিউলি দাস ও কোষাধক্ষ্যা তনিমা ঘোষ বলেন আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় রাখি রাখি পরিয়ে থাকি গাছকে, এ বছর আমরা মহানন্দা নদীর পারে বনবিভাগের লাগানো গাছ কে রাখি পড়ালাম সেই সঙ্গে প্রায় ১০০ গাছ মহানন্দা নদীর পারে লাগালাম, যাতে কিছুটা হলেও নদীর ভাঙ্গন রোধ করা যায় । বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাপন দাস জানান প্রতিবছর আমরা অভিনব কায়দায় বৃক্ষ, গৃহপালিত পশু দের আমরা রাখি পরিয়ে থাকি । এবছর লকডাউন থাকাই আমরা মহানন্দার পারে বৃক্ষরোপণ করে সেই বৃক্ষকে রাখি পড়ালাম সেইসঙ্গে মানুষকে বললাম গাছ লাগান,কারণ একটি কাজ অনেকগুলো প্রাণ ।

বড় খবর