Skip to content

টিটাগড় “স্টুডেন্ট স্টার ক্লাব” আয়োজিত রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুরঃ উত্তর 24 পরগনা ব্যারাকপুর টিটাগড় এ.কে রোড সংলগ্ন “স্টুডেন্ট স্টার ক্লাব” আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরও কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন 153 রক্তদাতা সমাজসেবী পরেশনাথ সরকার, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, ক্লাবের অন্যতম কর্মকর্তা জনাব সেখ গোড়া, রক্তদান আন্দোলনের নির্ভিক সৈনিক ও এন.বি.ভি.বি.এ সম্পাদক শুভেন্দু চক্রবর্তী সমবায় দফতরের সি.ও মনজিৎ মাইতি, অধ্যাপক সুভাষ দেব বর্মন, কবি সেখ লালু, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ সাবীর আলী, এছাড়া উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক কুতুব আক্তার, মতিয়ার রহমান বিশ্বাস, সেখ মন্টু প্রমুখ। এদিন সেখ গোড়া সাহেব বলেন, ক্লাবের পক্ষ থেকে পুরুষ মহিলা মিলে ৫৬ জন রক্তদান করেন ও এলাকার ২০ জন কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, আমাদের ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ। এ দেশে নানা মতের ও নানা ভাষার মানুষ বসবাস করেন। আমাদের মধ্যে ভীষণভাবে ঐক্য ও মিলন দরকার। কবির ভাষায় ” নানা ভাষা নানা মত নানা পরিধান, বিভেদের মাঝে দেখ মিলনও মহান ” রক্তদান শিবিরের মাধ্যমে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে মজবুত করা হয়, তাই এই করোনা আবহে আরো বেশি বেশি করে এই ধরনের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোক তবে সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে।

বড় খবর