Skip to content

চলে গেলেন অজয় দেবগনের ভাই অনিল দেবগন

বলিউডের প্রথম সারির অভিনেতা অজয় দেবগনের ভাই অনিল দেবগন প্রয়াত হলেন। ভাইয়ের মৃত্যুর সংবাদ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেন অভিনেতা অজয় দেবগন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর।গতকাল রাতে মৃত্যু হয় অনিল দেবগনের।

রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বেশ কয়েকটি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অনিল দেবগন। ১৯৯৬ সালে জিত-এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন অনিল দেবগন। এরপর ২০১২ সালে সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন। ওই সিনেমায় অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সোনাক্ষী সিনহা।

বর্তমানে করোনা আবহের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভাইয়ের প্রার্থনা সভারও আয়োজন তাঁরা করতে পারবেন না বলে শোক বার্তায় জানান অভিনেতা অজয় দেবগন।
পরিচালক অনিল দেবগনের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

বড় খবর