Skip to content

কর্মসংস্থান সহ একগুচ্ছ পরিকল্পনা নিয়ে প্রথম কর্মীসভা মানব বন্ধন মঞ্চের

ডে বার্তা নিউজ ডেস্কঃ
আজ কলকাতায় দি ললিত গ্রেট ইস্টার্ন হোটেল এ মানব বন্ধন মঞ্চের প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতির পদ অলঙ্কৃত করেন মানব বন্ধন মঞ্চের চেয়ারম্যান জনাব শেখ সাবির আহমেদ সাহেব । তিনি বক্তব্যের মধ্যে দিয়ে বলেন মানববন্ধন একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনের কাজ হল অসহায় মানুষের পাশে দাঁড়ানো ।বিগত দিনে আমফান ঝড়ের সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী, পানীয় জল, শুকনো খাবার ছাত্র-ছাত্রীদের খাতা ,বই,পেন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা কর্মসংস্থান এবং পিছিয়ে পড়া মানুষের আর্থিক সাহায্য ,বস্ত্র, লেখাপড়া, বিবাহ, অ্যাম্বুলেন্স, হ্যান্ডিক্যাপ দের গাড়ি ,বিভিন্ন কর্মসূচি নিয়ে আগামী দিন মানববন্ধন কাজ করতে চলেছে । উক্ত কর্মিসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার সিরাজ আহমেদ সাহেব এবং মানব বন্ধন মঞ্চের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মাননীয় অরিন্দম মুখার্জি মহাশয় , জেলা সহ সভাপতি জনাব মহ উমায় রুদ্দিন সাহেব ,জেলা কনভেনর জনাব রাকিবুল ইসলাম সাহেব ,জেলা পর্যবেক্ষক বিশিষ্ট আইনজীবী তারিকুর রহমান সাহেব , মহিলা সেলের উপদেষ্টা শাবানা পারভিন, বারাসাত মহকুমা সভাপতি তসলিমা বিবি , উত্তর কলকাতা জেলা কনভেনর বিপ্লব দে মহাশয় ,মিডিয়া সেলের জনাব একরামুল বাগানি সাহেব , ইসমাইল সরকার সাহেব , সুজন সর্দার সহ বিশিষ্ট জনেরা। এদিনের উপস্থিতি মানুষের সংখ্যা ছিল লক্ষ্যণীয়।

বড় খবর