Skip to content

উত্তর দিনাজপুর জেলার পরিস্থিতি ভালো – অরবিন্দ কুমার মীনা।

সাংবাদিক সম্মেলনে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা ।

সংবাদদাতা চাকুলিয়া, ৯ ই মে: উত্তর দিনাজপুর জেলা গ্রীন জোন থেকে রেড জনে পরিনত হলে ও জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার অবস্থা ভালো। এখানে কেউ করোনা আক্রান্ত হয় নি। এই জেলার চারিদিকের সীমানা সীল করা আছে। বাইরে থেকে কোন আক্রান্ত ব্যাক্তি জেলায় প্রবেশ করলে তাকে প্রথমে স্ক্রিনিং করে তার মেডিক্যাল টেষ্ট করে তাদের হয় হোম কোরাইন্টিনে অথবা কোরাইন্টিন সেন্টার অথবা আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে। আজকে যে তিন জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে তারা গত ৭ তারিখে কোলকাতা থেকে এসেছিল এবং তাদের মধ্যে কারো করোনা উপসর্গ লক্ষ্য করা যায়নি তাই তাদের সয়াব পরীক্ষার জন্য মালদা পাঠানো হয়। এদের যেহেতু কোন উপসর্গ ছিল না তাই তাদের এইচ কিউ করা হয়েছিল।উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষণ আরো জোরদার করা হচ্ছে এবং ঐ তিন জনের সংস্পর্শে যারা এসেছে মেডিক্যাল পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং ঐ তিন জনকে আইসোলেশন সেন্টারে পাঠানো হবে। অন্য দিকে এতদিন উত্তর দিনাজপুর জেলার লোকেরা ভয় করত কিশানগঞ্জ কে দেখে কিন্তু আজ কিশানগঞ্জের লোকেরাই ভয় করছে উত্তর দিনাজপুর কে দেখে।

বড় খবর