সিউড়ি চিনপাই গ্রামের কাছে নীল নির্জন পিকনিক স্পটের কিছুদুর গিয়ে যে বনভূমি রয়েছে সেই সব বনভূমির মধ্যে কে বা কাহারা ওই বনভূমির মধ্যে আগুন ধরিয়ে দেয। আস্তে আস্তে অন্যান্য গাছগুলির মধ্যেও ছড়িয়ে পড়ছে আগুন। এভাবে যদি চলতে থাকে এই বনভূমি আগুন তাহলে পরে হয়তো কিছুদিনের মধ্যেই জঙ্গল পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য এই জঙ্গলে কাঠ এবং পাতা তুলে নিয়ে গিয়ে অনেকের অন্নের যোগান হয়। এই প্রশ্নটা রেখেছে যারা রীতিমত এই বনভূমির ওপর ভরসা করে দিনযাপন করছে তারা। পুলিশ যতটা পারে চেষ্টা চালাচ্ছে আগুন নেভানোর। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে এই ধরনের আগুন ধরল কিভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে বেশকিছু মানুষ বলেছে যে আজকে হাওয়া প্রচুর থাকার কারণে গাছে গাছে ঘর্ষণ লেগেছে তার ফলে হয়তো আগুনের
লেগে থাকতে পারে এখনো পর্যন্ত সদাইপুর থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।