গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের সাহাপুর টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাক্কা ডুমুরিয়া দক্ষিণ তোলা গ্রামে একটি ফার্ম এ আগুন লাগাই প্রায় 33 টিরও বেশি ছাগল জ্বলে যায়।

ওই ফার্মের মালিক আনজার আলম বাইরে কাজ করতেন লকডাউন এর কারণে বাড়িতে বেকার হয়ে বসে ছিলেন তাই তিনি একটি ফার্ম খুলেন। সদ্য নতুন ওই ফার্মটি তিনি খুলেছিলেন। গ্রামবাসীদের মুখ থেকে জানা যায় 27 তারিখ রাতে আনজার আলম বিয়ের বর যাত্রী তে চলে যায় এবং কেউ তাকে ফোন করে বলে তার ফার্মে
আগুন লেগেছে। গ্রামবাসীরা যতক্ষণে ওই আগুন নিভিয়ে ছিল ততক্ষণে সব শেষ হয়ে গেছিল। প্রায় 33 টি ছাগল জ্বলে গিয়েছে। তার গ্রামবাসীরা প্রশাসনের কাছে অনুগ্রহ করেছেন যে আনজার আলম কে কিছু সরকারি সাহায্য দেওয়া হোক।