আগুনের কবলে খড়গপুরের ভান্ডারী শোরুম! দমকলের তৎপরতায় প্রদানে রক্ষা পেলো আবাসনের বাসিন্দারা
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- সোমবার বিকেলে ভয়াবহ আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পেল খড়গপুর শহরের গোল্ডেন বুলবুলচটি এলাকার ভান্ডার এর শোরুম। সঠিক সময়ে এসে পৌঁছালে আবাসিক এর সমস্ত বাসিন্দারা প্রাণে রক্ষা করতেন না এমনটাই মত বাসিন্দাদের। ঝুমকোলতা পরীক্ষা দিল এই আবাসনের ভানডারি শোরুম টিও। শোরুম এর কয়েক কোটি টাকার সম্পত্তি যেমন রক্ষা হয়েছে অপর দিকে রক্ষ্যা হয়েছে কয়েকশ সাধারণ মানুষের প্রাণও। শোরুমের একটি বিভাগে পুরানো গাড়ির কাজ করা হয়। দমকলের আধিকারিকদের অনুমান মেরামতির ওই বিভাগ থেকে কোনভাবে গিয়ে সমস্ত স্তরের আগুন জ্বলে ছড়িয়ে পড়ে। পুরাতন গাড়ির পাশাপাশি নতুন গাড়ি ও প্রচুর পরিমাণে স্টক ছিল শোরুম টিতে। ভান্ডারি অটোমোবাইল শোরুমের এক্সিকিউটিভ এর দাবি সঠিক সময় না আসলে কয়েক কোটি টাকার সম্পত্তি লোকসান হয়ে যেতে পারত।